আমার সম্পর্কে
এই সাইটটি তৈরী করা হয়েছে প্রতিটি মানুষের সাহায্যের জন্য ।
আমি চাই এই সাইট থেকে প্রতিটি মানুষ উপকৃত হোক।
এখানে অনেক মূল্যবান লেখা পেয়ে যাবেন ।
সাথে আছি আমি শ্রী গৌতম কুমার পাল এই সাইটের প্রতিষ্ঠাতা ।
বাড়ি নওগাঁ জেলার রাণীনগর থানা । গ্রাম খট্টেশ্বর ।
বর্তমান অবস্থান চট্টগ্রাম ।
ছোটখাটো একটি পেশায় নিয়োজিত । ভালো লাগে প্রযুক্তিতে । মানুষের অনেক রকম নেশা থাকে
কারো সিগারেটের নেশা , কারো গাঁজার নেশা , আবার কারো মদের নেশা , কারো গেমের নেশা , টিভি দেখার নেশা ,
আর
আমার নেশা প্রযুক্তি । ভালো লাগে প্রযুক্তিকে , ভালো লাগে প্রোগ্রামিং , কোডিং ।
এই সাইটটি আমি তৈরি করেছি । পোস্ট ও নিজেই করছি ।
পড়াশোনা খুব বেশি দূর করা হয়নি ।
এসএসসি পাস বলতে পারেন ।
কারণ ইন্টারে তো ইংরেজিতে এক বিষয়ে ফেল করেছি তাই না তাহলে তো ধরো চলে না ।
তাহলে আমি এসএসসি পাস একজন ছাত্র নয় এখনো ছাত্র নাই ।
এখন ছোটখাটো একটি পেশায় নিয়োজিত ।
।
পরিবারের সদস্য হতে সাতজন বলতে পারেন । তিনটে গরু আছে ওরাও তো পরিবারের সদস্য তাই না । ওদেরকে বাদ দিলে তো হবেনা ।
আর গাছপালা কে বাদ দিয়ে দিলাম কারণ চলাফেরা করতে পারে না বলে তাদের পরিবারের সদস্য বানালাম না ।
আর ভালোবাসার মানুষ বলতে মনের মধ্যে থেকে কখন ডিলিট হয়ে গেছে নিজেই বুঝতে পারিনি সব বয়সের দোষ ।
আচ্ছা ভালোবাসার কথা এখন থাক ।
জীবন নদীর স্রোতে বয়ে চলতে নিজেকে স্রোতের সাথে মানিয়ে নিতে হয় না হলে অনেক ব্যাথা পেতে হয় ।
জীবন নদীর স্রোতে নিজেকে মানিয়ে নিলে ব্যথা পেলেও তা সহ্য করার মতো শক্তি তৈরি হয়ে যায় ।
আমার সম্পর্কে আর বলার কিছুই নাই ।
আরেকটি কথা এই সাইটে অবশ্যই নিয়মিত ভিজিট করবেন কারণ আমার বিশ্বাস এই সাইট থেকে আপনি অনেক উপকৃত হবেন ।